বেসিক ব্লগিং টিউটোরিয়াল
আমারব্লগ এ লগ-ইন করার পরে সাইটের একদম উপরে রয়েছে বেশ কয়েকটি মেনু সমৃদ্ধ টপ-বার। সেখান থেকে আপনি ব্লগ লেখা, ব্লগ এডিট করা, মন্তব্য মুছে ফেলা, পাসওয়ার্ড পরিবর্তন করা, বাংলা নিক পরিবর্তন করা, বন্ধু-বান্ধবের সাথে ম্যাসেজ আদান-প্রদান, ইত্যাদি নানান কাজ করার লিঙ্কসমূহ।
১. কিবোর্ড নির্বাচন
বিজয়, ইউনিজয়, ফোনেটিক বা অভ্র কিবোর্ড নির্বাচন করতে পারেন প্রথম পাতার একদম উপরের টপ-বার থেকে। আপনার জন্য সিলেক্ট করা কিবোর্ড লেআউটটি সংরক্ষিত থাকবে। বারবার নির্বাচন করতে হবে না। যদি বাংলা লেখার সময়ে ইংরেজিতে কিছু লিখতে চান, তাহলে F12 চাপুন; কিবোর্ড তখন ইংরেজি হয়ে যাবে। আবার বাংলা কিবোর্ডে ফিরে যেতে চাইলে আবার F12 চাপুন।
২. পোস্ট লিখবেন কিভাবে
লগ-ইন করুন। তারপর টপ-বার থেকে ব্লগ মেনু সিলেক্ট করুন। সেখানে বেশ কয়েকটি সাব-মেনু রয়েছে। নতুন পোস্ট সাব-মেনু সিলেক্ট করুন। নতুন যে উইন্ডোটি আসবে, সেখানে পোস্ট শিরোনাম এর ঘরে পোস্টের একটি নাম লিখুন। তারপর পোস্ট বিষয়বস্তু এর ঘরে পোস্টে যা লিখতে চান, তা লিখুন। পোস্টটি কোন বিভাগে পড়বে, চাইলে তা নির্বাচন করুন (যেমনঃ কবিতা লিখলে কবিতা বিভাগ সিলেক্ট করে দিন)। তারপর প্রকাশ বাটনে ক্লিক করুন। পোস্টটি প্রকাশিত হয়েছে প্রথম পাতায় ও আপনার নিজ ব্লগ পাতায়।
যদি পোস্টে মন্তব্য গ্রহণ বন্ধ রাখতে চান, তাহলে মন্তব্য করতে দিন এর টিক চিহ্ন উঠিয়ে দিন।
যদি পোস্টটি কাউকে দেখতে দিতে না চান (শুধু আপনি দেখতে পারবেন), তাহলে পোস্টটি প্রাইভেট করুন এ টিক চিহ্ন দিন।
পোস্টে চাইলে কিছু ট্যাগ দিয়ে পারেন। যেমনঃ যদি পোস্টটি রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবনী নিয়ে হয়, তাহলে ট্যাগের ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল পুরষ্কার, ইত্যাদি শব্দ কমা দিয়ে ট্যাগ এর নীচের ঘরে লিখে সংযুক্তি বাটনে ক্লিক করুন।
পোস্ট লেখার সময়ে মাঝে মাঝে সংরক্ষণ বাটনে ক্লিক করে পোস্টটির ড্রাফট রাখা ভালো। ড্রাফট পোস্ট দেখতে চাইলে বাম পাশের মেনু-বার থেকে পোস্টসমূহ সিলেক্ট করুন ও পোস্ট অনুসন্ধান ঘর থেকে অপ্রকাশিত সিলেক্ট করুন। তারপর যেই পোস্টটি ড্রাফট করে রেখেছিলেন, সেইটার শিরোনামে ক্লিক করে এডিট করে পোস্টটি প্রকাশ করে নিতে পারবেন।
৩. প্রকাশিত ব্লগ এডিট করা
যদি আপনার প্রকাশ করা কোনো পোস্ট এডিট করতে চান, তাহলে টপ-বার থেকে ব্লগ>পোস্ট এডিট এ ক্লিক করুন।
সেখানে যে কোনো পোস্টের শিরোনামে ক্লিক করে পোস্টটি এডিট করতে পারবেন।
পোস্ট অনুসন্ধান এর পাশের লিস্ট থেকে আপনার সবগুলো পোস্ট, প্রকাশ করা পোস্টসমূহ, অপ্রকাশিত পোস্টসমূহ (সংরক্ষণ বাটনে ক্লিক করে সেইভ করে রাখা পোস্ট), প্রাইভেট পোস্টসমূহ ইত্যাদি দেখতে পারবেন।
যে কোনো একটি পোস্ট সিলেক্ট করে প্রথম পাতা থেকে মুছে ফেলুন এ ক্লিক করলে পোস্টটি প্রথম পাতা থেকে সরে যাভে, কিন্তু আপনার নিজস্ব ব্লগ পাতায় থাকবে। আবার পোস্টটি সিলেক্ট করে প্রথম পাতায় প্রকাশ করুন এ ক্লিক করলে প্রথম পাতায় আসবে।
৪. পোস্ট ও মন্তব্য মুছে ফেলা
আপনি আপনার কোনো পোস্ট বা আপনার পোস্টে করা মন্তব্য মুছে ফেলতে পারবেন।
টপ-বার থেকে ব্লগ>পোস্ট এডিট এ ক্লিক করুন। সেখানে যে কোনো পোস্ট সিলেক্ট করে মুছে ফেলুন এ ক্লিক করুন। তাহলে পোস্টটি পোস্ট রিসাইকেল এ চলে যাবে। পোস্ট রিসাইকেল আইকনে ক্লিক করে পোস্টটি ফিরিয়ে আনতে পারেন, অথবা পুরোপুরি মুছে ফেলতে পারেন।
কোনো মন্তব্য মুছতে চাইলে প্রথম পাতার টপ-বার থেকে আমার অ্যাকাউন্ট এ ক্লিক করুন। তারপর সাইডবার মেনু থেকে ম্যানেজ>মন্তব্য এ ক্লিক করুন। পোস্টের পাশের মন্তব্য নাম্বারে ক্লিক করুন। তারপর মন্তব্যটি খুঁজে বের করে মুছে ফেলুন এ ক্লিক করুন। মন্তব্যটি মন্তব্য রিসাইকেল এ চলে যাবে। চাইলে সেখান থেকে ফিরিয়ে আনুন অথবা পুরোপুরি মুছে দিতে পারেন।
৫. ব্লগার ব্লক
কাউকে আপনার পোস্টে মন্ত্যব্য বা রেটিং করা থেকে বিরত রাখতে চাইলে তাকে ব্লক করে রাখতে পারবেন। প্রথম পাতার টপ-বার থেকে আমার অ্যাকাউন্ট এ ক্লিক করুন। ম্যানেজ>ব্লগার ব্লক এ ক্লিক করুন। সেখানে ব্লগারের বাংলা নাম অথবা ইংরেজি ইউজার নাম (username.amarblog.com এর প্রথম অংশটি হচ্ছে তার ইংরেজি ইউজার নাম) লিখে সার্চ করুন। সঠিক ব্লগারকে পেলে তার নামের পাশে টিক দিয়ে ব্যান লেভেল ও ব্যানের সময়কাল সিলেক্ট করুন। আনব্যান করার জন্য তার নামের পাশে টিক দিয়ে ব্যান সরিয়ে ফেলুন এ ক্লিক করুন।
৬. পোস্টে বা কমেন্টে ছবি দেয়া
পোস্ট লেখার সময়ে বা এডিট করার সময়ে অথবা কমেন্টে ছবি দেয়ার জন্য ছবি যোগ করুন বাটনে ক্লিক করুন। আপলোড বাটনে ক্লিক করে কম্পিউটার থেকে ছবি আপলোড করুন।
নেট থেকে নেয়া ছবির বেলায় ছবি বাটনে ক্লিক করে ছবির লিঙ্কটি দিয়ে দিন।
৭. পোস্ট বা মন্তব্যে ইউটিউব, ইস্নিপ্স ইত্যাদি প্লেয়ার যোগ করা
ইউটিউবের গানের প্লেয়ারের ডানদিকে Embed এর নীচের কোডটি কপি করুন। তারপর পোস্ট বা কমেন্টে দিয়ে দিন। তাহলে সেই গানের ভিডিও চলে আসবে।
ইস্নিপস বা অন্য যে কোন সাইট থেকে কোড কপি করে এনে দিলে এখানেই প্লেয়ারের মাধ্যমে গান শুনতে পারবেন। লিঙ্কে ক্লিক করে অন্য সাইটে যেতে হবে না। ইস্নিপস এ প্লেয়ার এর পেজের নীচের দিকে Embed করার কোডটি কপি করুন আর পোস্ট বা কমেন্টে পেইস্ট করুন।
এভাবে যে কোন সাইট থেকে Embed এর কোড কপি করে পোস্ট বা কমেন্টে দিতে পারবেন।
৮. প্রিয় পোস্ট যোগ করা বা বাতিল করা
আপনি যে কারো লেখা যে কোনো পোস্টকে আপনার ব্লগে প্রিয় পোস্ট হিসেবে রেখে দিতে পারবেন। সেজন্য পোস্টের নীচের দিকে (মন্তব্য শুরু হবার আগে) আইকনে ক্লিক করুন। নতুন একটু উইন্ডো আসবে। সেটার নিচের দিকের প্রিয় পোস্ট করুন এ ক্লিক করুন। পোস্ট প্রিয় পোস্ট থেকে মুছে ফেলার জন্য আপনার নিজস্ব ব্লগ পাতায় যান। সেখান থেকে শিরোনামটি খুঁজে বের করে পাশের ক্রস বাটনে ক্লিক করুন।
প্রিয়তে নেয়া পোস্টগুলো বিভিন্ন বিভাগে সাজিয়ে নিতে পারেন। পোস্ট প্রিয়তে নেয়ার সময়ে যেই নতুন উইন্ডো’টি আসে, সেখানে আপনি আগের থেকে বানিয়ে রাখা বিভাগে টিক দিয়ে প্রিয় পোস্ট করুন এ ক্লিক করুন অথবা নতুন একটি বিভাগ বানিয়ে প্রিয় পোস্ট করুন এ ক্লিক করুন। সুবিধা হচ্ছে আপনার প্রিয়’তে নেয়া পোস্টগুলো গল্প, কবিতা, মুক্তিযুদ্ধ, টেকি সমস্যা ইত্যাদি নানান ভাগে থাকায় পরে খুঁজে পেতে সুবিধা হবে আপনার।
৯. পোস্ট ও মন্তব্য ফরম্যাট করা
মন্তব্য বা পোস্টের লেখা বোল্ড, ইটালিক ইত্যাদি করার জন্য যেইটুকু পরিমাণ করতে চান, তা সিলেক্ট করুন। তারপর b (বোল্ড), i(ইটালিক),h1 (হেডিং ১), h2 (হেডিং ২), h3 (হেডিং ৩) বাটনে ক্লিক করুন।
১০. পোস্ট বা মন্তব্যে উদ্ধৃতি
১১. ইমোটিকন যোগ করা
পোস্ট বা মন্তব্য ঘরের নীচে ইমোটিকন দেয়া আছে। সিলেক্ট করে নিন আপনার ইচ্ছে মতো।
১২. পোস্ট বা মন্তব্যে লিঙ্ক দেয়া
যেই লাইনটি লিঙ্ক করতে চান, সেটি প্রথমে সিলেক্ট করুন। তারপর লিঙ্ক বাটনে ক্লিক করুন ও লিঙ্কটি লিখে ফেলুন বা পেইস্ট করুন। যেমনঃ “আমি বাংলাদেশে থাকি” বাক্যটির বাংলাদেশে শব্দটা আপনি উইকিপিডিয়ার http://en.wikipedia.org/wiki/Bangladesh লিঙ্কটি দিতে চাচ্ছেন। সেজন্য বাংলাদেশে শব্দটি সিলেক্ট করুন ও লিঙ্ক বাটনে ক্লিক করে http://en.wikipedia.org/wiki/Bangladesh ইউআরএল টি পেইস্ট করে দিন। তাহলে পাবলিশ করার পরে বাক্যটি দেখাবে এইরকমঃ আমি বাংলাদেশে থাকি।
১৩. মন্তব্য অনুসরণ
আপনি দেখতে পেলেন একটি পোস্টে অনেক আলোচনা হচ্ছে বা আপনি ঐ পোস্টে কি আলোচনা হচ্ছে তা দেখতে ইচ্ছুক। কিন্তু সময়ের অভাবে ঐ সময়ে নেটে থাকতে পারছেন না। পরে হয়তো ভুলেও যেতে পারেন কার পোস্টে আলোচনা হচ্ছিলো। সেজন্য আপনি মন্তব্য অনুসরণ ব্যবহার করুন। পোস্টটির একদম নীচের মন্তব্য অনুসরণ এ টিক চিহ্ন দিন ও একটি কমেন্ট করুন যা ইচ্ছে অথবা “পোস্টটি অনুসরণ করছি” ইত্যাদি। তারপর যে কোনো সময়ে ওই পোস্টে নতুন কয়টি মন্তব্য পড়লো বা কি কি মন্তব্য আসলো দেখার জন্য আপনার নিজস্ব ব্লগ পাতায় যান, সেখানে মন্তব্য অনুসরণ উইজেটে আপনি পোস্টগুলোর নাম দেখতে পাবেন ও ব্র্যাকেটে নতুন মন্তব্যের সংখ্যা দেখতে পারবেন। ক্লিক করে সেই পোস্টে যেতে পারেন।
কোনো পোস্ট মন্তব্য অনুসরণ থেকে সরানো জন্য উইজেটের নীচের সবগুলো ম্যানেজ করুন এ ক্লিক করুন অথবা প্রথম পাতার টপ-বার থেকে আমার অ্যাকাউন্ট>মন্তব্য অনুসরণ এ ক্লিক করুন। সেখানে যেই পোস্টের মন্তব্য আর জানতে চান না, সেঈতার নামের পাশের আনসাবস্ক্রাইব এ ক্লিক করুন।
১৪. আপনার করা সকল মন্তব্য দেখুন
প্রথম পাতার টপ-বার থেকে আমার অ্যাকাউন্ট>আমার মন্তব্য এ ক্লিক করুন।
১৫. আপনার পোস্ট কে কে প্রিয়’তে নিলেন তাদের নাম দেখুন
প্রথম পাতার টপ-বার থেকে আমার অ্যাকাউন্ট>পোস্টসমূহ এ ক্লিক করুন। তারপর পোস্টের শিরোনামের পাশে প্রিয় পোস্ট কলামে দেয়া নাম্বারে ক্লিক করুন। যারা আপনার ঐ পোস্ট প্রিয়তে নিয়েছে তাদের নাম দেখতে পারবেন।
ব্লগ সেটিংস
১. প্রোফাইল ছবি বা অ্যাভাটার যোগ করা
আপনি নিজের কোনো ছবি যোগ করে রাখতে পারেন। মন্তব্য দেয়ার সময়ে তা আপনার মন্তব্যের পাশে দেখাবে ও আপনার ব্লগে বাম পাশের সাইডবারে দেখাবে।
অ্যাভাটার দেয়ার জন্য প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>প্রোফাইল ছবি পরিবর্তন এ ক্লিক করুন ও ছবি আপলোড করুন।
২. পাসওয়ার্ড পরিবর্তন করা
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সেটিংস এ ক্লিক করুন। পাসওয়ার্ড সেটিংস ট্যাব এ ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নিন।
৩. বাংলা নিক পরিবর্তন
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সেটিংস এ ক্লিক করুন। তারপর বাংলা নিক এর পাশের ঘরে নতুন নিক লিখে সেইভ করুন।
৪. ইমেইল অ্যাড্রেস পরিবর্তন
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সেটিংস এ ক্লিক করুন। তারপর ইমেইল অ্যাড্রেস এর পাশের ঘরে নতুন ইমেইল অ্যাড্রেস লিখে সেইভ করুন।
গ. অ্যাডভান্সড ব্লগিং
১. ব্লগ পরিসংখ্যান
আপনি যে কারো পোস্টে গিয়ে প্রোফাইল ট্যাবে ক্লিক করে তার পোস্টের সংখ্যা, মন্তব্যের সংখ্যা, টোটাল হিট ইত্যাদি দেখতে পারবেন।
২. সাইডবার সাজানো
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস এ ক্লিক করুন। তারপর কোন উইজেট কোন সাইডবারে দেখতে চান, সেই অনুযায়ী টিক চিহ্ন দিন। এছাড়া যে কোনো ইউজেট এ মাউস ধরে পজিশন চেঞ্জ করে নিতে পারবেন এবং উইজেট এর শিরোনামে ক্লিক করে নতুন শিরোনাম দিতে পারবেন।
৩. গুগল অ্যাডসেন্স, প্লেয়ার বা যে কোনো ইউজেট যোগ করা
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস এ ক্লিক করুন। তারপর নীচের দিকে তিনটি টেক্সট উইজেট রয়েছে, যে কোনো একটি অথবা ইচ্ছেমতো সিলেক্ট করুন। তারপর উইজেটের শিরোনামে ক্লিক করে যেই ঘরটি দেখা যাবে, সেখানে আপনি আপনার ইচ্ছে মতোন কোড বসিয়ে দিন। চাইলে গুগল অ্যাডসেন্সের কোড দিতে পারবেম, ইস্নিপ্স থেকে প্রিয় কিছু গানের প্লেলিস্ট বানিয়ে সেইটার এমবেড কোড বসিয়ে দিতে পারবেন অথবা ম্যাপ, ঘড়ি ইত্যাদিও বসাতে পারবেন। http://www.google.com/ig/directory?synd=open এখানে বিস্তারিত পাবেন।
৪. পৃষ্ঠা যোগ করা
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস এ ক্লিক করুন। তারপর পৃষ্ঠাসমূহ এ টিক দিয়ে দিন। এবার সাইডবার মেনু থেকে নতুন>পৃষ্ঠা সিলেক্ট করুন ও পোস্ট লেখার মত করে পৃষ্ঠাতে যা যা রাখতে চান লিখে ফেলুন। আপনি চাইলে আপনার জীবন বৃত্তান্ত, প্রিয় কোনো কবিতা বা প্রিয় কিছু গানের লিঙ্ক ইত্যাদি যা ইচ্ছে পৃষ্ঠা হিসেবে লিখে রাখতে পারেন। এই সিস্টেমটি অনেকটা সাইটে থাকা About me, Contact ইত্যাদি সুবিধা ব্লগারদেরকে দেয়ার জন্য করা।
৫. স্টিকি বা ফিচার পোস্ট যোগ করা
আপনি চাইলে আপনার কোনো পোস্ট আপনার নিজস্ব ব্লগ পাতায় স্টিকি বা ফিচার করে রাখতে পারবেন। সেজন্য প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস এ ক্লিক করুন। তারপর ফিচার পোস্ট এ টিক দিয়ে দিন। এখন, সাইডবার মেনু থেকে ম্যানেজ>পোস্টসমূহ এ ক্লিক করুন। যেই পোস্টটি স্টিকি করতে চান, সেটি সিলেক্ট করুন ও পোস্ট স্টিকি করুন এ ক্লিক করুন। স্টিকি উইজেট থেকে পোস্ট সরানোর জন্য নতুন আরেকটি পোস্ট স্টিকি করুন অথবা আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস থেকে ফিচার পোস্ট উইজেটের টিক চিহ্ন উঠিয়ে দিন।
৬. সাইডবার এ প্রিয় লিঙ্ক যোগ করা
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
৭. প্রিয় পোস্ট ক্যাটাগরি অনুযায়ো সাজানো
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
৮. থিম পরিবর্তন
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
৯. আমার দিনলিপি
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
ঘ. বন্ধু-বান্ধব, ম্যাসেজ, চ্যাটিং
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
ঙ. ফিচার ও অপশন পরিচিতি
১. ফিচার পোস্ট উইজেট
প্রথম পাতার ফিচার পোস্টে সাইট অ্যাডমিন কর্তৃক মনোনীত পোস্ট সাধারনত ২৪ ঘন্টার জন্য স্টিকি করা হয় ব্লগারদের মনোযোগ আকর্ষনের জন্য। ব্লগারদের অনুরোধেও যে কোনো পোস্ট স্টিকি করা হতে পারে।
২. দৃষ্টি আকর্ষন উইজেট
এখানে ব্লগ টিপস সাধারনত দেয়া হয়।
৩. অনুসন্ধান করুন উইজেট
এখানে আপনি যে কোনো ব্লগারের নাম লিখে লেখক সিলেক্ট করে তার ব্লগ খুঁজে বের করতে পারবেন। আর বিষয়বস্তু সিলেক্ট করে যে কোনো পোস্টও খুঁজে বের করতে পারবেন।
৪. অনলাইন ব্লগার উইজেট
এখানে লগড ইন ইউজার, অদৃশ্য হয়ে থাকা ইউজার ও অথিতিদের সংখ্যা বা নাম দেখতে পারবেন। অদৃশ্য হবার জন্য টপ-বারে আমাকে অদৃশ্য করুন এ ক্লিক করুন। আবার ক্লিক করলে দৃশ্যমান হবেন।
৫. ট্যাবড উইজেট
এখানে প্রথম ট্যাবে ব্লগের সাম্প্রতিক মন্তব্যসমূহ দেখা যাবে। ২য় ট্যাবে রয়েছে জনপ্রিয় পোস্ট। এখানে এক সপ্তাহের জনপ্রিয় পোস্টগুলো (বেশি হিট ও রেটিং প্রাপ্ত) দেখা যাবে। শেষ ট্যাবে রয়েছে নতুন রেজিস্টার করা ব্লগারদের নাম।
৬. সর্বোচ্চ মন্তব্যদাতা উইজেট
এখানে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মন্তব্য করা ৫ ব্লগারের নাম দেখতে পারবেন।
৭. সর্বাধিক পঠিত ব্লগার উইজেট
এখানে সাইটে গত ৪৮ ঘন্টায় সবচেয়ে বেশিবার হিটপ্রাপ্ত ৫ জন ব্লগারের নাম দেখতে পারবেন।
৮. টপ-বার
সাইটের একদম উপরে যে মেনুগুলো রয়েছে সেই জায়গার নাম টপ-বার। এখানে লগ-ইন না করা অবস্থায় কিবোর্ড নির্বাচন করার মেনু দেখতে পারবেন। লগ-ইন করার পরে আরো কিছু মেনু পাবেন।
আমার অ্যাকাউন্ট এ ক্লিক করলে আপনার ব্লগ এর সব ডিটেইলস পাবেন। আপনার সব পোস্টসমূহ, আপনার করা সব মন্তব্য, আপনার পোস্টে করা সবার সব মন্তব্য ইত্যাদি দেখতে পাবেন। এছাড়া আপনার বন্দু-বান্ধবের লিস্ট, তাদেরকে আপনার ফটো দেখতে দেবেন কিনা, আপনার ওয়ালে তারা মন্তব্য করতে পারবে কিনা ইত্যাদিও সব বন্ধুদের জন্য আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবেন। এছাড়া প্রাইভেসি সেটিংস প্রয়োগ করে আপনার প্রোফাইল, ফটো অ্যালবাম ইত্যাদি ব্লগের অথিতি, লগড-ইন ইউজার, আপনার বন্ধু-বান্ধব বা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন।
ব্লগ মেনু’তে পাবেন আপনার ব্লগ এ যাবার লিঙ্ক, নতুন পোস্ট লেখার লিঙ্ক, আপনার ড্রাফট বা প্রাইভেট পোস্টগুলো দেখার লিঙ্ক ও আপনার করা সকল মন্তব্য দেখার লিঙ্ক। প্রোফাইল মেনু’তে পাবেন ম্যাসেজ চেক করার বা নতুন ম্যাসেজ লেখার অপশন, আপনার ব্যক্তিগত তথ্যাদি লেখার অপশন, আপনার ওয়াল বা বন্ধু-আবন্ধবের লিস্ট দেখার অপশন।
আমার সেটিংস মেনু’তে পাবেন আপনার বাংলা নিক বা পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন, প্রোফাইল ছবি পরিবর্তন বা ব্লগ সাজানোর জন্য সাইডবার এর উইজেট চেঞ্জ করার অপশনসমূহ।
নিজেকে অদৃশ্য করুন এ ক্লিক করে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবেন এবং একই বাটনে আবার ক্লিক করে নিজেকে দৃশ্যমান করতে পারবেন।
৯. আমার অ্যাকাউন্ট মেনু
এই মেনু’তে ক্লিক করলে নতুন, ম্যানেজ, ডিজাইন, বন্ধু ব্যবস্থাপনা ও প্রাইভেসি সেটিংস নামে চারটি সেকশন পাবেন সাইডবারে।
নতুন অংশে রয়েছে নতুন পোস্ট, নতুন পৃষ্ঠা, নতুন ডায়েরি (অ্যাপয়েন্টমেন্ট) বা নতুন লিঙ্ক লেখার অপশনসমূহ।
ম্যানেজ অংশে রয়েছে আপনার লেখা পোস্টগুলো এডিট করার অপশন, আপনার পৃষ্ঠাগুলো এডিট করার অপশন, আপনার পোস্টে করা সব মন্তব্য দেখার অপশন, অন্যদের ব্লগে আপনার করা মন্তব্যগুলো দেখার অপশন, কারো কোনো পোস্ট মন্তব্য অনুসরণ এ টিক চিহ্ন দিয়ে রাখলে সেখানে নতুন মন্তব্য আসলে তা দেখার অপশন, কোনো ব্লগারকে ব্লক করে রাখার অপশন, প্রিয় পোস্টগুলোকে গল্প, কবিতা, ইত্যাদি ক্যাটাগরি’তে ভাগ করার রাখার অপশন (প্রিয় পোস্ট বিভাগ), লিঙ্ক বিভাগ এ রয়েছে আপনার লিঙ্কসমূহ বিভাগ অনুযায়ী ভাগ করে রাখার অপশন (যেমন, প্রত্রিকার লিঙ্কগুলো প্রত্রিকা বিভাগে রেখে দিতে পারেন, ইত্যাদি) এবং আপনার আপলোড করা সব ছবি দেখার অপশন।
ডিজাইন অংশে রয়েছে সাইডবার উইজেটগুলো সাজানোর অপশন ও ব্লগের থিম চেঞ্জ করার অপশন।
বন্ধু ব্যবস্থাপনা অংশে আপনি আপনার বন্ধু-বান্ধবের লিস্ট দেখতে পারবেন। সেখানে আপনি চাইলে টিক চিহ্ন উঠিয়ে উঠিয়ে যে কোনো বন্ধুকে আপনার ওয়াল, বন্ধুদের লিস্ট, প্রোফাইল দেখা থেকে বিরত রাখতে পারবেন। আপনাকে কেউ বন্ধু হবার অনুরোধ করেছে কিনা বা আপনার করা অনুরোধগুলোও দেখতে পারবেন।
প্রাইভেসি সেটিংস অংশে আপনি আপনার প্রোফাইল, ফটো অ্যালবাম, ওয়াল ইত্যাদি কারা দেখতে পারবে, সেইটা নিয়ন্ত্রন করতে পারবেন।
১০. ব্লগ মেনু
ব্লগ মেনু’তে রয়েছে কয়েকটি শর্টকাট লিঙ্ক যা আপনি আমার অ্যাকাউন্ট দিয়েও অ্যাক্সেস করতে পারেন। নিজের ব্লগ দেখা, নতুন পোস্ট লেখা, নিজের প্রাইভেট ও ড্রাফট পোস্ট দেখা এবং নিজের করা সব মন্তব্য দেখার লিঙ্ক এখানে রয়েছে।
১১. প্রোফাইল মেনু
এখানে রয়েছে আপনার প্রোফাইল দেখার, ব্যক্তিগত তথ্যাদি, ডায়েরি (অ্যাপয়েন্টমেন্ট), বন্ধুদের তালিকা, ওয়াল (চিকা মারুন!), ম্যাসেজ ও ফটো অ্যালবাম দেখার সুযোগ।
১২. আমার সেটিংস মেনু
এই মেনুর সেটিংস মেনুতে রয়েছে বাংলা নিক চেঞ্জ করার ও পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন। এছাড়া আছে প্রোফাইল ছবি ও নিজ ব্লগের সাইডবার সাজানোর অপশনসমূহ।
১৩. নিজেকে অদৃশ্য করুন
সাইটে নিজে অদৃশ্য ও দৃশ্যমান করার জন্য এই মেনু ইউজ করুন।
১৪. আপনার ব্লগ পেইজ
আপনার ব্লগের ঠিকানা হলোঃ username.amarblog.com. এখানে username হলো আপনি যেই নাম দিয়ে ব্লগে লগ-ইন করেন। আপনার ব্লগে গেলে আপনি বেশ কয়েকটি ট্যাব পাবেন।
প্রথম ট্যাব হচ্ছে ব্লগ। এখানে আপনার সব পোস্টগুলো রয়েছে।
২য় ট্যাব হচ্ছে প্রোফাইল। এখানে আপনার ব্লগ পরিসংখ্যান ও আপনার স্ট্যাটাস চেঞ্জ করার অপশন রয়েছে।
৩য় ট্যাব হচ্ছে ব্যক্তিগত বিবরণ। এখানে আপনার নিজের ব্যাপারে অন্যদের জানাতে পারেন।
৪র্থ ট্যাব হচ্ছে চিকা মারুন। এটি ফেইসবুকের ওয়ালের মতো।
৫ম ট্যাব হচ্ছে বন্ধুরা। এখানে আপনার বন্ধুদের লিস্ট দেখতে পারবেন।
শেষ ট্যাব হচ্ছে ছবি সংগ্রহ। এখানে আপনার আপলোড করা অ্যালবামসমূহ রয়েছে।
১৫. আপনার পোস্ট বা ব্লগ পেইজের ট্যাব উইজেট
প্রথম ট্যাব হচ্ছে সাম্প্রতিক মন্তব্য। এখানে আপনার পোস্টগুলোতে শেষ ১০ টি মন্তব্যগুলো দেখতে পারবেন। প্রতি পোস্টের শেষ মন্তব্যটাই শুধু দেখতে পারবেন।
২য় ট্যাব হচ্ছে অন্যদের মন্তব্য। এখানে অন্যদের করা শেষ ১০টি মন্তব্যগুলো দেখতে পারবেন। সব মন্তব্য দেখুন এ ক্লিক করে অন্যদের করা সকল মন্তব্যগুলো ট্র্যাক করতে পারবেন।
৩য় ট্যাব হচ্ছে আমার মন্তব্য। এখানে আপনার করা শেষ ১০টি মন্তব্য দেখতে পারবেন। সকল মন্তব্য দেখুন এ ক্লিক করে আপনার করা সকল মন্তব্যগুলো ট্র্যাক করতে পারবেন।
১৬. ক্যাটাগরি বার
ব্লগের ব্যানারের নীচে রয়েছে ক্যাটাগরি (বিভাগ) বার। এখানে বিভিন্ন বিভাগে করা পোস্টগুলো দেখতে পারবেন। আপনি কোনো ব্লগারের পেইজে অবস্থান করা সময়ে ক্যাটাগরি বারের কোনো ক্যাটাগরি (বিভাগ) এ ক্লিক করলে ঐ ব্লগারের ঐ বিভাগে করা পোস্টগুলো শুধ
১. প্রোফাইল ছবি বা অ্যাভাটার যোগ করা
আপনি নিজের কোনো ছবি যোগ করে রাখতে পারেন। মন্তব্য দেয়ার সময়ে তা আপনার মন্তব্যের পাশে দেখাবে ও আপনার ব্লগে বাম পাশের সাইডবারে দেখাবে।
অ্যাভাটার দেয়ার জন্য প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>প্রোফাইল ছবি পরিবর্তন এ ক্লিক করুন ও ছবি আপলোড করুন।
২. পাসওয়ার্ড পরিবর্তন করা
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সেটিংস এ ক্লিক করুন। পাসওয়ার্ড সেটিংস ট্যাব এ ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নিন।
৩. বাংলা নিক পরিবর্তন
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সেটিংস এ ক্লিক করুন। তারপর বাংলা নিক এর পাশের ঘরে নতুন নিক লিখে সেইভ করুন।
৪. ইমেইল অ্যাড্রেস পরিবর্তন
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সেটিংস এ ক্লিক করুন। তারপর ইমেইল অ্যাড্রেস এর পাশের ঘরে নতুন ইমেইল অ্যাড্রেস লিখে সেইভ করুন।
গ. অ্যাডভান্সড ব্লগিং
১. ব্লগ পরিসংখ্যান
আপনি যে কারো পোস্টে গিয়ে প্রোফাইল ট্যাবে ক্লিক করে তার পোস্টের সংখ্যা, মন্তব্যের সংখ্যা, টোটাল হিট ইত্যাদি দেখতে পারবেন।
২. সাইডবার সাজানো
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস এ ক্লিক করুন। তারপর কোন উইজেট কোন সাইডবারে দেখতে চান, সেই অনুযায়ী টিক চিহ্ন দিন। এছাড়া যে কোনো ইউজেট এ মাউস ধরে পজিশন চেঞ্জ করে নিতে পারবেন এবং উইজেট এর শিরোনামে ক্লিক করে নতুন শিরোনাম দিতে পারবেন।
৩. গুগল অ্যাডসেন্স, প্লেয়ার বা যে কোনো ইউজেট যোগ করা
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস এ ক্লিক করুন। তারপর নীচের দিকে তিনটি টেক্সট উইজেট রয়েছে, যে কোনো একটি অথবা ইচ্ছেমতো সিলেক্ট করুন। তারপর উইজেটের শিরোনামে ক্লিক করে যেই ঘরটি দেখা যাবে, সেখানে আপনি আপনার ইচ্ছে মতোন কোড বসিয়ে দিন। চাইলে গুগল অ্যাডসেন্সের কোড দিতে পারবেম, ইস্নিপ্স থেকে প্রিয় কিছু গানের প্লেলিস্ট বানিয়ে সেইটার এমবেড কোড বসিয়ে দিতে পারবেন অথবা ম্যাপ, ঘড়ি ইত্যাদিও বসাতে পারবেন। http://www.google.com/ig/directory?synd=open এখানে বিস্তারিত পাবেন।
৪. পৃষ্ঠা যোগ করা
প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস এ ক্লিক করুন। তারপর পৃষ্ঠাসমূহ এ টিক দিয়ে দিন। এবার সাইডবার মেনু থেকে নতুন>পৃষ্ঠা সিলেক্ট করুন ও পোস্ট লেখার মত করে পৃষ্ঠাতে যা যা রাখতে চান লিখে ফেলুন। আপনি চাইলে আপনার জীবন বৃত্তান্ত, প্রিয় কোনো কবিতা বা প্রিয় কিছু গানের লিঙ্ক ইত্যাদি যা ইচ্ছে পৃষ্ঠা হিসেবে লিখে রাখতে পারেন। এই সিস্টেমটি অনেকটা সাইটে থাকা About me, Contact ইত্যাদি সুবিধা ব্লগারদেরকে দেয়ার জন্য করা।
৫. স্টিকি বা ফিচার পোস্ট যোগ করা
আপনি চাইলে আপনার কোনো পোস্ট আপনার নিজস্ব ব্লগ পাতায় স্টিকি বা ফিচার করে রাখতে পারবেন। সেজন্য প্রথম পাতার টপ-বার থেকে আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস এ ক্লিক করুন। তারপর ফিচার পোস্ট এ টিক দিয়ে দিন। এখন, সাইডবার মেনু থেকে ম্যানেজ>পোস্টসমূহ এ ক্লিক করুন। যেই পোস্টটি স্টিকি করতে চান, সেটি সিলেক্ট করুন ও পোস্ট স্টিকি করুন এ ক্লিক করুন। স্টিকি উইজেট থেকে পোস্ট সরানোর জন্য নতুন আরেকটি পোস্ট স্টিকি করুন অথবা আমার সেটিংস>সাইডবার উইজেট সেটিংস থেকে ফিচার পোস্ট উইজেটের টিক চিহ্ন উঠিয়ে দিন।
৬. সাইডবার এ প্রিয় লিঙ্ক যোগ করা
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
৭. প্রিয় পোস্ট ক্যাটাগরি অনুযায়ো সাজানো
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
৮. থিম পরিবর্তন
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
৯. আমার দিনলিপি
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
ঘ. বন্ধু-বান্ধব, ম্যাসেজ, চ্যাটিং
দুঃখিত! এই বিষয়ে টিটোরিয়াল পরে যোগ করা হবে।
ঙ. ফিচার ও অপশন পরিচিতি
১. ফিচার পোস্ট উইজেট
প্রথম পাতার ফিচার পোস্টে সাইট অ্যাডমিন কর্তৃক মনোনীত পোস্ট সাধারনত ২৪ ঘন্টার জন্য স্টিকি করা হয় ব্লগারদের মনোযোগ আকর্ষনের জন্য। ব্লগারদের অনুরোধেও যে কোনো পোস্ট স্টিকি করা হতে পারে।
২. দৃষ্টি আকর্ষন উইজেট
এখানে ব্লগ টিপস সাধারনত দেয়া হয়।
৩. অনুসন্ধান করুন উইজেট
এখানে আপনি যে কোনো ব্লগারের নাম লিখে লেখক সিলেক্ট করে তার ব্লগ খুঁজে বের করতে পারবেন। আর বিষয়বস্তু সিলেক্ট করে যে কোনো পোস্টও খুঁজে বের করতে পারবেন।
৪. অনলাইন ব্লগার উইজেট
এখানে লগড ইন ইউজার, অদৃশ্য হয়ে থাকা ইউজার ও অথিতিদের সংখ্যা বা নাম দেখতে পারবেন। অদৃশ্য হবার জন্য টপ-বারে আমাকে অদৃশ্য করুন এ ক্লিক করুন। আবার ক্লিক করলে দৃশ্যমান হবেন।
৫. ট্যাবড উইজেট
এখানে প্রথম ট্যাবে ব্লগের সাম্প্রতিক মন্তব্যসমূহ দেখা যাবে। ২য় ট্যাবে রয়েছে জনপ্রিয় পোস্ট। এখানে এক সপ্তাহের জনপ্রিয় পোস্টগুলো (বেশি হিট ও রেটিং প্রাপ্ত) দেখা যাবে। শেষ ট্যাবে রয়েছে নতুন রেজিস্টার করা ব্লগারদের নাম।
৬. সর্বোচ্চ মন্তব্যদাতা উইজেট
এখানে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মন্তব্য করা ৫ ব্লগারের নাম দেখতে পারবেন।
৭. সর্বাধিক পঠিত ব্লগার উইজেট
এখানে সাইটে গত ৪৮ ঘন্টায় সবচেয়ে বেশিবার হিটপ্রাপ্ত ৫ জন ব্লগারের নাম দেখতে পারবেন।
৮. টপ-বার
সাইটের একদম উপরে যে মেনুগুলো রয়েছে সেই জায়গার নাম টপ-বার। এখানে লগ-ইন না করা অবস্থায় কিবোর্ড নির্বাচন করার মেনু দেখতে পারবেন। লগ-ইন করার পরে আরো কিছু মেনু পাবেন।
আমার অ্যাকাউন্ট এ ক্লিক করলে আপনার ব্লগ এর সব ডিটেইলস পাবেন। আপনার সব পোস্টসমূহ, আপনার করা সব মন্তব্য, আপনার পোস্টে করা সবার সব মন্তব্য ইত্যাদি দেখতে পাবেন। এছাড়া আপনার বন্দু-বান্ধবের লিস্ট, তাদেরকে আপনার ফটো দেখতে দেবেন কিনা, আপনার ওয়ালে তারা মন্তব্য করতে পারবে কিনা ইত্যাদিও সব বন্ধুদের জন্য আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবেন। এছাড়া প্রাইভেসি সেটিংস প্রয়োগ করে আপনার প্রোফাইল, ফটো অ্যালবাম ইত্যাদি ব্লগের অথিতি, লগড-ইন ইউজার, আপনার বন্ধু-বান্ধব বা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন।
ব্লগ মেনু’তে পাবেন আপনার ব্লগ এ যাবার লিঙ্ক, নতুন পোস্ট লেখার লিঙ্ক, আপনার ড্রাফট বা প্রাইভেট পোস্টগুলো দেখার লিঙ্ক ও আপনার করা সকল মন্তব্য দেখার লিঙ্ক। প্রোফাইল মেনু’তে পাবেন ম্যাসেজ চেক করার বা নতুন ম্যাসেজ লেখার অপশন, আপনার ব্যক্তিগত তথ্যাদি লেখার অপশন, আপনার ওয়াল বা বন্ধু-আবন্ধবের লিস্ট দেখার অপশন।
আমার সেটিংস মেনু’তে পাবেন আপনার বাংলা নিক বা পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন, প্রোফাইল ছবি পরিবর্তন বা ব্লগ সাজানোর জন্য সাইডবার এর উইজেট চেঞ্জ করার অপশনসমূহ।
নিজেকে অদৃশ্য করুন এ ক্লিক করে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবেন এবং একই বাটনে আবার ক্লিক করে নিজেকে দৃশ্যমান করতে পারবেন।
৯. আমার অ্যাকাউন্ট মেনু
এই মেনু’তে ক্লিক করলে নতুন, ম্যানেজ, ডিজাইন, বন্ধু ব্যবস্থাপনা ও প্রাইভেসি সেটিংস নামে চারটি সেকশন পাবেন সাইডবারে।
নতুন অংশে রয়েছে নতুন পোস্ট, নতুন পৃষ্ঠা, নতুন ডায়েরি (অ্যাপয়েন্টমেন্ট) বা নতুন লিঙ্ক লেখার অপশনসমূহ।
ম্যানেজ অংশে রয়েছে আপনার লেখা পোস্টগুলো এডিট করার অপশন, আপনার পৃষ্ঠাগুলো এডিট করার অপশন, আপনার পোস্টে করা সব মন্তব্য দেখার অপশন, অন্যদের ব্লগে আপনার করা মন্তব্যগুলো দেখার অপশন, কারো কোনো পোস্ট মন্তব্য অনুসরণ এ টিক চিহ্ন দিয়ে রাখলে সেখানে নতুন মন্তব্য আসলে তা দেখার অপশন, কোনো ব্লগারকে ব্লক করে রাখার অপশন, প্রিয় পোস্টগুলোকে গল্প, কবিতা, ইত্যাদি ক্যাটাগরি’তে ভাগ করার রাখার অপশন (প্রিয় পোস্ট বিভাগ), লিঙ্ক বিভাগ এ রয়েছে আপনার লিঙ্কসমূহ বিভাগ অনুযায়ী ভাগ করে রাখার অপশন (যেমন, প্রত্রিকার লিঙ্কগুলো প্রত্রিকা বিভাগে রেখে দিতে পারেন, ইত্যাদি) এবং আপনার আপলোড করা সব ছবি দেখার অপশন।
ডিজাইন অংশে রয়েছে সাইডবার উইজেটগুলো সাজানোর অপশন ও ব্লগের থিম চেঞ্জ করার অপশন।
বন্ধু ব্যবস্থাপনা অংশে আপনি আপনার বন্ধু-বান্ধবের লিস্ট দেখতে পারবেন। সেখানে আপনি চাইলে টিক চিহ্ন উঠিয়ে উঠিয়ে যে কোনো বন্ধুকে আপনার ওয়াল, বন্ধুদের লিস্ট, প্রোফাইল দেখা থেকে বিরত রাখতে পারবেন। আপনাকে কেউ বন্ধু হবার অনুরোধ করেছে কিনা বা আপনার করা অনুরোধগুলোও দেখতে পারবেন।
প্রাইভেসি সেটিংস অংশে আপনি আপনার প্রোফাইল, ফটো অ্যালবাম, ওয়াল ইত্যাদি কারা দেখতে পারবে, সেইটা নিয়ন্ত্রন করতে পারবেন।
১০. ব্লগ মেনু
ব্লগ মেনু’তে রয়েছে কয়েকটি শর্টকাট লিঙ্ক যা আপনি আমার অ্যাকাউন্ট দিয়েও অ্যাক্সেস করতে পারেন। নিজের ব্লগ দেখা, নতুন পোস্ট লেখা, নিজের প্রাইভেট ও ড্রাফট পোস্ট দেখা এবং নিজের করা সব মন্তব্য দেখার লিঙ্ক এখানে রয়েছে।
১১. প্রোফাইল মেনু
এখানে রয়েছে আপনার প্রোফাইল দেখার, ব্যক্তিগত তথ্যাদি, ডায়েরি (অ্যাপয়েন্টমেন্ট), বন্ধুদের তালিকা, ওয়াল (চিকা মারুন!), ম্যাসেজ ও ফটো অ্যালবাম দেখার সুযোগ।
১২. আমার সেটিংস মেনু
এই মেনুর সেটিংস মেনুতে রয়েছে বাংলা নিক চেঞ্জ করার ও পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন। এছাড়া আছে প্রোফাইল ছবি ও নিজ ব্লগের সাইডবার সাজানোর অপশনসমূহ।
১৩. নিজেকে অদৃশ্য করুন
সাইটে নিজে অদৃশ্য ও দৃশ্যমান করার জন্য এই মেনু ইউজ করুন।
১৪. আপনার ব্লগ পেইজ
আপনার ব্লগের ঠিকানা হলোঃ username.amarblog.com. এখানে username হলো আপনি যেই নাম দিয়ে ব্লগে লগ-ইন করেন। আপনার ব্লগে গেলে আপনি বেশ কয়েকটি ট্যাব পাবেন।
প্রথম ট্যাব হচ্ছে ব্লগ। এখানে আপনার সব পোস্টগুলো রয়েছে।
২য় ট্যাব হচ্ছে প্রোফাইল। এখানে আপনার ব্লগ পরিসংখ্যান ও আপনার স্ট্যাটাস চেঞ্জ করার অপশন রয়েছে।
৩য় ট্যাব হচ্ছে ব্যক্তিগত বিবরণ। এখানে আপনার নিজের ব্যাপারে অন্যদের জানাতে পারেন।
৪র্থ ট্যাব হচ্ছে চিকা মারুন। এটি ফেইসবুকের ওয়ালের মতো।
৫ম ট্যাব হচ্ছে বন্ধুরা। এখানে আপনার বন্ধুদের লিস্ট দেখতে পারবেন।
শেষ ট্যাব হচ্ছে ছবি সংগ্রহ। এখানে আপনার আপলোড করা অ্যালবামসমূহ রয়েছে।
১৫. আপনার পোস্ট বা ব্লগ পেইজের ট্যাব উইজেট
প্রথম ট্যাব হচ্ছে সাম্প্রতিক মন্তব্য। এখানে আপনার পোস্টগুলোতে শেষ ১০ টি মন্তব্যগুলো দেখতে পারবেন। প্রতি পোস্টের শেষ মন্তব্যটাই শুধু দেখতে পারবেন।
২য় ট্যাব হচ্ছে অন্যদের মন্তব্য। এখানে অন্যদের করা শেষ ১০টি মন্তব্যগুলো দেখতে পারবেন। সব মন্তব্য দেখুন এ ক্লিক করে অন্যদের করা সকল মন্তব্যগুলো ট্র্যাক করতে পারবেন।
৩য় ট্যাব হচ্ছে আমার মন্তব্য। এখানে আপনার করা শেষ ১০টি মন্তব্য দেখতে পারবেন। সকল মন্তব্য দেখুন এ ক্লিক করে আপনার করা সকল মন্তব্যগুলো ট্র্যাক করতে পারবেন।
১৬. ক্যাটাগরি বার
ব্লগের ব্যানারের নীচে রয়েছে ক্যাটাগরি (বিভাগ) বার। এখানে বিভিন্ন বিভাগে করা পোস্টগুলো দেখতে পারবেন। আপনি কোনো ব্লগারের পেইজে অবস্থান করা সময়ে ক্যাটাগরি বারের কোনো ক্যাটাগরি (বিভাগ) এ ক্লিক করলে ঐ ব্লগারের ঐ বিভাগে করা পোস্টগুলো শুধ